মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যাকবলীত দুর্গম এলাকায় বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিলের সহায়তায় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। আজ ৩০ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় ভুকশিমইল ইউনিয়নের শাদীপুর জামেয়া ইসলামীয়া মাদ্রার আশ্রয়ন কেন্দ্রে এ স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।
বিপিডিসির কেন্দ্রীয় কমিটির মহসচিব ডা. মো. কামরুজ্জামান সিমুর পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী।
স্বাস্থ্যসেবা প্রদান করেন, ডা. মো. কামরুজ্জামান সিমু, ডা. শাহ মো. অলিউর রহমান, ডা. সুমন কান্তি ধর, ডা. মো. আব্দুল হান্নান, ডা. মো. হারুনুর রসিদ, ডা. তোফায়েল আহমদ চৌধুরী, ডা. নান্টু দেবনাথ, ডা. এমকেএম আক্তারুজ্জামান প্রমুখ।
বিপিডিসির কেন্দ্রীয় কমিটির মহসচিব ডা. মো. কামরুজ্জামান সিমু বলেন, বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যঝুঁকির মূল কারণ জলাবদ্ধতা, পানিদূষণ, নিরাপদ খাবার পানি ও খাদ্য অভাব। বন্যার কয়েক দিনের মধ্যেই ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে এবং বিভিন্ন চর্মরোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এই সংকটকালে সরকারী, বেসরকারী সম্মিলিত সহায়তার বড় ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল।দূর্গত এলাকা সমুহে ত্রাণ স্বাস্থসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.