প্রতিনিধি ৭ আগস্ট ২০২০ , ৬:৩৯:০২ প্রিন্ট সংস্করণ
সাদ্দাম হোসেন মু্ন্না-স্টাফ রিপোর্টার
বন্দর শাহীমসজিদ বন্দর হাফেজীবাগ ২১নং ওয়ার্ড সংলগ্ন নিবাসী বুদ্ধি প্রতিবন্ধী রাব্বি অরফে ইয়াসিন অবিবাহিত বয়স (২০) গার্মেন্টস কর্মী পিতার নাম সালাহউদ্দিন বয়স (৬০)মাতার নাম ফাতেমা বোগম বয়স (৪০,) বোনের নাম রাবেয়া অরফে রাএি বয়স( ১৭) দুই ভাই একবোন রাব্বি পরিবারের বড় সন্তান এলাকাবাসীর সুএে জানা যায় ঈদের ছুটিতে চাঁদপুর নানীর বাসায় পরিবারের সাথে সবার সাথে একসাথে বেড়াতে যায় কিন্ত পরিবারের সাথে আসার কথা ছিল কিন্তু রাব্বি পরিবারের অনুপস্থিতে গত আনুমানিক ২থেকে ,৩ দিন আগে নানীর বাসা থেকে চলে আসে এবং আজ নিজবাড়িতে পরিবাররের অনুপস্থিতে ৭ই আগস্ট রোজ শুক্রবার
বিকাল ৫ঘটিকা ম
নিজ ঘড়ের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন।এমতাবস্থায় এলাকার মহিলা তাকে ঋুলন্ত অবস্থায় তার ঘড়ের দরজা হালকা লাগোনো অবস্থায় দেখতে পায় সাথে সাথে এলাকাবাসীকে জানান,এবং জানানো পড় চাঁদপুর থাকা তার পরিবারকে ও জানানো হয় এবং তার আপন ছোট চাচার থেকে থেকেও জানা যায় রাব্বি ওরফে ইয়াসিন ঘুমন্ত অবস্থায় তার বাসায় দেখে পড়ে নামাজ পড়ে আসার পড় জানতে পারি ও গলায় ফাসি দেন পড়ে সাথে সাথে থানায় ফোন দেয় এবং থানার তদন্ত অফিসার ওসি শফিকুল ইসলামের উপস্থিতে এসে লাশকে সনাক্ত করার পড় তার থেকে জানা যায় এটা আত্নহত্যা এবং লাশকে মর্গে পাঠান।