• Uncategorized

    বদলগাছী উপজেলার মিঠাপুর নুতুন পাড়ার প্রতিবুন্ধী তহমিনা প্রশাসনের সহযোগিতা চান।

      প্রতিনিধি ৯ জুলাই ২০২০ , ২:৫০:৩৫ প্রিন্ট সংস্করণ

    এনাম-বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর নতুন পাড়ার মৃত ফজলার রহমান প্রতিবুন্ধী তহমিনা নিজ গ্ৰামে তিন শতাংশ খাস জমির উপর মাথা লুকিয়ে থেকে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করে।

    কিন্তু উক্ত জমি থেকে প্রতিবেশী আপন শরীক খাজের আলী সহ কয়েকজন উচ্ছেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তার ঐ মাথা লুকিয়ে থাকা খাসজমিতে গরুর গবর মুএ, আবজোনার স্তূপ ফেলেছে। বিষয়টি এলাকায় সমাধানের জন্য মন্ডল মাতব্বরদের নিকট ধর্না দিয়েও সমাধান পায় নি প্রতিবন্ধী তহমিনা।

    তিনি জানান আমি উপজেলা চেয়ারম্যান সহ থানায় বারংবার অনুরোধ সহ ধর্না দিয়েও সমাধান পাইনি।এক হাত না থাকা প্রতিবন্ধী তহমিনা জেলা প্রশাসক সহ জেলা পুলিশ সুপার মোহদয়ের নেক দৃষ্টি ও সহায়তা কামনা করেছেন।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ