প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ১০:১১:২১ প্রিন্ট সংস্করণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র্যালী, আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁ জেলার বদলগাছী সহ বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ৮ টায় বদলগাছী উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পন করেন বদলগাছী-মহাদেবপুর (৪৮)(৩) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার সেলিম, উপজেলা চেয়ারম্যান মো শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোসা: আলপনা ইয়াসমিন,বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো আতিয়ার রহমান, উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবু খালেদ বুলু,
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো মিজানুর রহমান কিশোর,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো জবির উদ্দীনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ,সেচ্ছাসেবকলীগ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এর আগে উপজেলা আওয়ামীলীগের (অস্থায়ী) কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।