প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২২ , ৩:৫৬:৩১ প্রিন্ট সংস্করণ
জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে ২কেজি গাঁজা সহ একজন কে আটক করেছে থানা পুলিশ। উপজেলার মিঠাপুর ইউপির জগপাড়া নামক মাঠের রাস্তায় ১২ ই জানুয়ারী বুধবার সকাল সাড়ে ৯টায় দুই কেজি গাঁজা সহ মোঃ নূর উদ্দিন( ৫০) কে হাতে নাতে আটক করেছে। নূর উদ্দিন নওগাঁ উপজেলার মাগুরা উত্তর পাড়া গ্রামের মৃত. ইয়াদ আলী ছেলে ।থানা সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে এস আই আঃ রউফ ও এস আই আবু তাহের এর নেতৃত্বে বদলগাছী থানা পুলিশের একটি দল ভোর ৫টা থেকে জগপাড়া মাঠের মধ্যে আসামীকে ধরতে উৎ পেতে থাকে।
সকাল সাড়ে ৯টায় সাইকেলে রাখা ২কেজি গাাঁজা সহ আসামী নূর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যপারে থানা পুলিশ বাদী হয়ে বদলগাছী থানায় মাদক দ্রব্য আইনে মামলা করেন।এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিকূল ইসলামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। আসামীকে দুপুরে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে সাংবাদিকদের জানান