এনামুল কবীর এনাম-জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা হাটে মাছ বাজারের পানি নিষ্কাশনের কোনও ড্রেনে ব্যবস্থা না থাকায় মৎস্য ব্যবসায়ীদের ধর্মঘটে মাছ কেনা হলো না হাটে আসা হাজারো মানুষের। ঘটনাটি ঘটেছে, বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির গোবরচাঁপা হাটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গোবরচাঁপা হাট মাছ বাজারে সরকারি জমি অবৈধভাবে ভাবে দখল করে পানি নিষ্কাশনের জায়গা ভরাট করে পাকা ঘর নির্মাণ করে সুবজ হোসেন নামের এক যুবক। ঘর নির্মাণ করায় পানি নিষ্কাশন সহ চলাচলের পথও সংকীর্ণ হয়েছে। সবুজ হোসেনের জন্য প্রায় শত শত মানুষের রোজগারে ভাটা পড়েছে বলে জানান স্থানীয়রা এলাকাবাসী।
গোবরচাঁপাহাট বাজারের মাছ বাজারের পানি নিষ্কাশনের ড্রেনের ব্যবস্থার জন্য মথরাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাস্ত দেওয়ার পরেও কোনো ব্যবস্থা না হওয়ায় গোবরচাঁপা হাটের সকল মৎস্য ব্যবসায়ীরা সোমবার সকাল থেকে মাছ আমদানি ও বিক্রি বন্ধ ঘোষনা করেন। এতে অত্র এলাকার সকল মৎস্যজীবী, মৎসচাষীরা ও যোগ দেন। এতে মারাত্মক ভাবে বেকায়দায় পড়ে হাট বাজারে আসা হাজারো মানুষ।
সরেজমিনে গত সোমবার ২৬শে সেপ্টেম্বর বদলগাছী উপজেলার গোবরচাঁপা হাট বাজারের ব্যবসায়ীরা জানান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গোবরচাঁপা হাটের পানি নিষ্কাশন ও অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়টি জানানো হলেও আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা বাজারে মাছ ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত লোকজন আজ সোমবার হাটের দিন হওয়া সত্ত্বেও ভোর থেকে মাছ বিক্রি বন্ধ রেখেছি। এতেই হাটের মাছ বাজার অচল হয়ে পড়ে।
মৎস্য ব্যবসায়ী সমিতির আন্দোলনের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আসেন মথরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা। তিনি দ্রুতই পানি নিষ্কাশনের আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।মৎস্য ব্যবসায়ী কাদির বলেন, দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও কোনও ব্যবস্থা না হওয়ায় আজ আমরা বাধ্য হয়ে মাছ বিক্রি বন্ধ রেখেছি।
মাছ ব্যবসায়ী সাব্বির বলেন, পানি নিষ্কাশনের ব্যাপারটি ইউপি চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছি। এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা না হওয়ায় আমরা এই ধর্মঘট ডেকেছি।
স্থানীয় বাজারে আসা জাবারীপুরের শামসুল বলেন, হাটের দিন কাঁচাবাজার সহ মাছ কেনার জন্য এসে দেখি বাজারে মাছ নেই। ছেলে-মেয়ের বায়না আজ মেটাতে পারলাম না। বাধ্য হয়ে মুরগি নিয়ে যাচ্ছি।
গোবরচাঁপা হাটের কাঁচাবাজারের জামাল বলেন, মাছ না থাকার খবরটি আশেপাশে ছড়িয়ে পড়লে বাজারে লোকজন আসাও কমতে থাকে। মাছ না থাকলে হাট বাজার জমেনা। মাছ না থাকায় আজ আমাদের লোকসান গুনতে হবে।
এ ব্যাপারে হাট বাজারের ইজারাদার শাহীন বলেন, মাছ ব্যবসায়ীরা যখন মাছ বিক্রি বন্ধ করে, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মাছ ব্যবসায়ীরা জানান, সবুজ নামের এক ব্যক্তি সরকারি সম্পত্তি নিজের মালিকানা দাবি করে মাছ বাজারের পানি চলাচল বন্ধ করেছে। এ ব্যাপারে সবুজের সাথে কথা বলেও কোন প্রকার সুরাহা হয়নি।
এ ব্যাপারে গোবরচাঁপা হাট বাজারের সভাপতি ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, মাছ বাজারের পানি নিষ্কাশনের জন্য অস্থায়ী ভাবে ড্রেন তৈরি করে দেওয়া হবে। পরবর্তীতে পাকা ড্রেনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, অবৈধ দখলদার উচ্ছেদ, পানি নিষ্কাশনের জন্য একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.