• Uncategorized

    বদলগাছীতে ও মুরগির বেপারীর খাজাচায় ১৫ বোতল ফেনসিডিল সহ একজন আটক।

      প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ১:০৫:৫৬ প্রিন্ট সংস্করণ

     

     

    এনামুল কবীর এনাম-বদলগাছি উপজেলা রিপোর্টার:

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের শুরু কালী হাটের রাস্তায় ভ‍্যান যোগে মুরগির খাঁচা নিয়ে  যাবার পথে , গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের এসআই আরিফুল ইসলাম,এ,এস,আই মিথুন, এ,এস,আই হুমায়ূন   যৌথ অভিযান চালিয়ে রামপুর গ্ৰামের খয়বর আলী মন্ডলের পুত্র হারুনুর রশিদ মন্ডল ৪০ কে গত ১৪সেপ্টেম্বর সন্ধ্যার পর আটক করেছেন।

    এবং তার মুরগির খাঁচা থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ১৫সেপ্টেম্বর মাদকদ্রব্য আইনে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন বলে এস,আই আরিফুল ইসলাম ও এস,আই গৌরাঙ্গ চন্দ্র রায় সাংবাদিকদের জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ