প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৪ , ৪:২৯:৩৭ প্রিন্ট সংস্করণ
শাহ সাহিদ উদ্দিন-কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউ এম এ উচ্চ বিদ্যালয়ের সাবাস ৯৬ ব্যাচের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩-০৪-২৪) সকাল ১১ টার সময় বড়শালঘর বিদ্যালজহয় মাঠে এই পুর্নমিলনী অনুষ্ঠিত হয়৷ স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এবং ৯৬ ব্যাচের ছাত্র মোঃ মাহবুব আলম ও নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বিলকিছ আক্তার, নাসির উদ্দিন, আলম হাজারী, তোফায়েল চৌধুরী, জহিরুল ইসলাম. মোজাম্মেল হক, ইকবাল হোসেন, আনিসুজ্জামান, জাবেদ ইকবাল, কামরুল হাসান, হুমায়ুন কবির, অলি উল্লাহ, মোঃ খাইরুল ইসলাম, জহিরুল ইসলাম, খোরশেদ আলম সহ অনন্যরা৷
এ সময় বিদ্যালয় প্রাঙ্গনে স্মৃতিময় ঘটনা বর্ননা করে স্মৃতি চারন করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবু ইউছুফ, আমজাদ হোসেন, আব্দুল হাকিম, মো. আবু হানিয়, সাবেক শিক্ষক নিহার রঞ্জন চক্রবর্তী, আব্দুল ওয়াদুদ ভূইয়া, মো. আব্দুল হালিম, মো. বজলুর রহমান,মোহাম্মদ আলী প্রমূখ। সন্ধ্যায় এক সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান ও র্যাফাল ড্র মধ্যদিয়ে কর্মসূচী শেষহয়। উল্লেখ্য উক্ত বিদ্যালয়ে ১৯৯৬ সালে ২৮৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ কৃতকার্য হন।