• Uncategorized

    বড়দিন উপলক্ষ্যে মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ৮:২৩:১২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ ২৫ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩০ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেন। এসময় পুলিশ কমিশনার ধর্মযাজকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের প্রতি আরএমপি’র পক্ষ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি বড়দিন উপলক্ষ্যে সকলকে সঙ্গে নিয়ে কেক কাটেন।

    এসময় গির্জাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছিল। উপস্থিত সবাই পুলিশ কমিশনার মহোদয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উদ্যোগকে সাধুবাদ জানান। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিম, শাহমখদুম ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.টি.এম. মাইনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার মো: রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ