প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৮:৫৫:০৭ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
আজ ২২ ডিসেম্বর ২০২৪ সকাল ৯:৩০ টায় খ্রিস্টান ধর্মাবলম্বীগণের সবচেয়ে উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর ২০২৪) উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তাসংক্রান্তে রাজশাহীর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম।
এ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ খাইরুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম-সহ রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
তা ছাড়া রাজশাহী জেলার ৮টি থানার বিভিন্ন গির্জার ফাদার এবং চার্চ কমিটির নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য, রাজশাহী জেলার ৮টি থানার অধিক্ষেত্রে সর্বমোট ৭৭ টি গির্জা রয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতে ১৭ টি, তানোরে ৪১ টি, মোহনপুরে ১টি, দুর্গাপুরে ৩টি, পুঠিয়ায় ১২টি, চারঘাটে ২টি ও বাঘায় ১টি।