প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ৯:৫৮:০৮ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহমেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি স্কুলের শ্রেণি কক্ষে সংলগ্ন বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়টির এক শিক্ষকসহ ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে এখনও অচেতন রয়েছে পাঁচ শিক্ষার্থী।নঅদ্য ১১ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ দূর্ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, আহতরা সবাই ঐ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এসময় এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে এখনও পাঁচ জনের জ্ঞান ফেরেনি। স্থানীয় চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। শিশুদের হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি জানান, দুপুর একটা পর্যন্ত ওই পাঁচ শিশুদের জ্ঞান ফেরেনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোট যোগে চিকিৎসক পাঠিয়েছি। ৯ শিশুকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।