মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে ৪ নম্বর বিপদ সংকেত দেখা দেয়ায় পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বৃহষ্পতিবার রাত ৮টায় জেলা প্রশাসক দরবার হলে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জি.এম সরফরাজ এর উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেল্লাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভেকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা মৎস্য অফিসার মোল্লা এমদাদুল্লাহ, প্রানী সম্পদ কর্মকর্তা ড.আনোয়ার হোসেন, নৌবন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, এনজিও প্রতিনিধি কে.এম এনায়েত হোসেন, সাংবাদিক আবদুস সালাম আরিফ, ভলান্টিয়ার জহিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ।
উক্ত সভায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় ৮ শতাধিক সাইক্লোন সেন্ট্রার, ৬ হাজার স্বেচ্ছাসেবক৷ ১১০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, ৫টি পৌরসভার মেয়র, ৮ টি উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী অফিসারদেরকে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে। আশ্রয় কেন্দ্র সমূহে শুকনো খাবার সরবরাহের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জেলা প্রশাসক জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.