প্রতিনিধি ১১ মে ২০২১ , ২:৪৯:১১ প্রিন্ট সংস্করণ
ফারুক আহমদ-সিলেট প্রতিনিধি:
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি বলেছেন, করোনা ভাইরাসের সংকঠকালীন সময়ে ঈদকে সামনে রেখে এনআরবি ব্যাংকের অর্থায়নে ও প্রবাসী মনির আলীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ একটি মহৎ কাজ। মানুষের মধ্যে থাকা মানবিকতা থেকে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীরা অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে তারা চলমান সংকঠ সহযেই মোকাবেলা করে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আজ মঙ্গলবার ১১ মে দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে এনআরবি ব্যাংকের লিমিটেডের পরিচালক ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ যুক্তরাজ্য প্রবাসী মনির আলীর উদ্যোগে এবং এনআরবি ব্যাংক লিমিটেডের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।পৌর এলাকার রাজনগর গ্রামস্থ প্রবাসী মনির আলীর শ্বশুড় বাড়িতে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রাজনগর গ্রামের প্রবীন মুরব্বী হুসমত আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোশন চেরাগ আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী, বিশ্বনাথ পুরাণ বাজারের প্রবীন ব্যবসায়ী রুপক কুমার দেব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হক ও স্বাগত বক্তব্য রাখেন ইতালী প্রবাসী রেজা কিবরিয়া।এসময় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, সহ দপ্তর সম্পাদক নূরুল হক, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, সাংবাদিক কামাল মুন্না, সংগঠক মাসুক আলী, নিয়ামত উল্লাহ, আরব আলী, লিয়াকত আলী, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আক্তার হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক একে এম তুহেম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।