মোঃ মাসুদ ফারুক বাবলু-বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবৈধভাবে মাটি উওলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত । এছাড়াও মাটি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি ট্রলি জব্দ করেছেন বলে জানা গেছে ।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ নান্নু মিয়া (৫০)। তিনি অনেক পূর্বে থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায় ।শনিবার রাত ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন বগুড়া জেলার শেরপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
এর পূর্বে ঐ দিন বিকেলে উপজেলার খামারকান্দি ইউনিয়নের বড়বিলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন বলে তিনি। জানিয়েছেন । অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।শেরপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা সাবরিনা শারমিন বলেন, ‘অবৈধ ভাবে মাটি উত্তোলন বন্ধের লক্ষী ও জনস্বার্থে কাজ করতে শেরপুর উপজেলা প্রশাসনের এ অভিযান সার্বক্ষণিক অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.