মোঃ মিজানুর রহমান:
বগুড়ায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজিজুল হাকিম (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন। সোমবার(১৯ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে তারুণ্যের সমাবেশ চলাকালে আজিজুল হাকিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুতই তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, সমাবেশ শুরুর পরই আজিজুল হক অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড গরমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজিজুলের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান জানান, যুবদলের এক নেতাকে সমাবেশস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই নেতার মৃত্যু হয়েছে।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার নেতাকর্মীদের নিয়ে এ সমাবেশ আয়োজিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.