প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৩:৩৭:৪১ প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আসাদ-বকশীগঞ্জ প্রতিনিধিঃ
ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন পেলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদার ।
১২ আগষ্ট বুধবার দুপুরে জামালপুর দ্রুত বিচার আদালতের বিচারক ওয়াহেদুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে তার জামিন মঞ্জুর করে আদালত।
প্রসঙ্গত, গত ১২ জুলাই গরু চোরের বিচারকে কেন্দ্র করে বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর হয় সেই ঘটনায় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
মামলায় উপজেলা দুই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী আতিকসহ ৬জনের নামীয় ও অজ্ঞাত আরও দেড়শতাদিক ছাত্রলীগের নেতা কর্মিদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়।
দুই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী আতিকসহ সবাই জামিনে আছে