• Uncategorized

    বকশীগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রেফতার ১

      প্রতিনিধি ২৯ মার্চ ২০২১ , ৪:১৯:১৬ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ আসাদ বকশীগঞ্জ প্রতিনিধি।

    জামালপুরের বকশীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) সরকার বিরোধী আপত্তিকর ও উস্কানিমূলক পোষ্ট দেয়ায় সাজ্জাদ হোসেন সরকার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা পুলিশ। ২৮ মার্চ রবিবার তাকে গ্রেফতার করা হয়

    মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকার সাইদুল ইসলাম সরকারের ছেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বকশীগঞ্জ শাখার আহবায়ক সাজ্জাদ হোসেন সরকার নিজের ফেসবুক আইডি থেকে সরকার বিরোধী বিভিন্ন ধরণের আপত্তিকর পোষ্ট করেন । নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এস এম আমিন সাদ্দাম বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে সাজ্জাদ হোসেন সরকারকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ ।

    বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে আজ দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ