প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২২ , ৪:০৬:৩৩ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের অন্ধ মরিয়ম চাচি কে আজ শুক্রবার সকালে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপ ফেসবুক বন্ধুদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে তার নিজ বাড়িতে এক বস্তা চাল, একটি শাড়ি,৩কেজি আলু, আড়াই কেজি পেঁয়াজ, দেড় কেজি ডাল, এক বোতল তেল,দুই কেজি লবণ পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র গ্রুপের চিফ এডমিন মোঃ শাহ আলম, এডমিন মোঃ হারুনর রশিদ ও মডারেটর সজীব আহমেদ জয়।উল্লেখ্য যে, মরিয়ম চাচির স্বামী, সন্তান ও ভিটেমাটি নেই।তিনি প্রথমে দীর্ঘ বছর মানুষের বাড়ি বাড়ি কাজ করতেন।তারপর ভিক্ষা বৃত্তি করতেন।কিন্তু এখন তিনি অন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মরিয়ম চাচি প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের বাজার সামগ্রী পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। তিনি আল্লাহ তায়ালা কাছে সবার জন্য দোয়া কামনা করেন।