মো আবুবকর মিল্টন:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলের সুরক্ষার কথা ভেবেই লকড প্রোফাইল ফিচার নিয়ে আসে। অনেকেই ব্যক্তিগত নিরাপত্তার কারণে নিজের প্রোফাইল লক করে অন্যদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। লকড প্রফাইলে ডিটেইল দেখা যায় না বলে বিষয়টি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ব্যক্তির জন্য বিরক্তের কারণ হয়। যদিও কিছু সহজ উপায়েই লকড প্রোফাইল ভেতরের তথ্য দেখে নেওয়া যায়। যুগান্তরের আজকের টিপসে ফেসবুকের লক করা প্রোফাইল দেখার উপায় নিয়ে লিখেছেন-মনীষা বিশ্বাস
লকড প্রোফাইল দেখার প্রথম পদ্ধতি-
* প্রথমে কম্পিটার থেকে ফেসবুকে লগইন করে ব্যবহারকারীর লক থাকা প্রোফাইলটিতে যেতে হবে।
* এরপর প্রোফাইল পিকচারে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করে তা কপি করে নিতে হবে।
* ব্রাউজারে নতুন উইন্ডো খুলে সেখানে কপি করা ইউআরএল পেস্ট করতে হবে।
* ফলে সহজে প্রোফাইল পিকচার দেখে নিতে পারবে।
লকড প্রোফাইল দেখার দ্বিতীয় পদ্ধতি
লকড প্রোফাইল দেখার আরও একটি পদ্ধতি রয়েছে। প্রোফাইল থেকে ইউজারনেম নিয়ে ‘http://graph.facebook.com/username/userid/picture?width=2000¨eight=2000’ এই লিঙ্কে যেতে হবে। ইউজারনেমের জায়গায় নাম লিখলেই প্রোফাইল পিকচার দেখা যাবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.