• আইন ও আদালত

    ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে দুই যুবদল কর্মী গ্রেফতার

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৮:২১:১৪ প্রিন্ট সংস্করণ

    কাজী আজিমুল হাছান-ফেনী জেলা প্রতিনিধি:

    যৌথবাহিনীর অভিযানে ফেনীর সোনাগাজীতে দুই যুবদল কর্মী গ্রে’ফতার হয়েছেন। সোমবার রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রে’ফতার করা হয়। গ্রে’ফতাররা হলেন- সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
    পুলিশ জানায়, ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্রে’ফতারকৃত দুই যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁ’দাবাজি, লু’টপাটসহ বিভিন্ন অভিযোগ ওঠেছে। জানতে চাইলে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, তারা কমিটিতে ছিল কিনা আমি নিশ্চিত না।

    তবে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, যৌথবাহিনীর অভিযানে আ’টক সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হ-ত্যা, অবৈধ অস্ত্র, ডা’কাতি, চাঁ’দাবাজিসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডা’কাতির মামলা রয়েছে। এদিকে ডা’কাতি মামলায় সেলিমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ও সাইদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ