এইচ.এম আল-আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
নেত্রকোনায় ফার্মাসিস্ট বিজয় দেবনাথের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও রহস্য উম্মোচনের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখা।
আজ বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার সময় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা, ঘটনাটি হত্যাকাণ্ড হলে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, দেবাসীস দাস, কামরুজ্জান টিপু, বিপ্লব হোসেন, অলিউল্যাহ মানিক ও জাহিদুর রহমান অপু প্রমুখ। জসিম উদ্দিন বলেন, গত ৯ আগস্ট নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিজয় ফার্মাসিস্ট হিসেবে নিয়োগ পান। এরমধ্যে ওষুধ বিতরণ নিয়ে এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর ৩০ সেপ্টেম্বর তার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর রহস্য উদঘাটন করতে না পারলে কেন্দ্রের সিদ্ধান্তে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব। একইসঙ্গে হুমকিদাতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও ঘটনার রহস্য উদঘাটন হতে পারে। সরকারি সেবা নিশ্চিত করতে গিয়ে আমাদের ভাই বিজয় হত্যার ঘটনা খুবই দুঃখজনক।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে বিজয় দেবনাথ (২৭) নামের এক ফার্মাসিস্টের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিজয় দেবনাথ খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামগড় এলাকার বীরেন্দ্র কুমার নাথের ছেলে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.