প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৫৭:৪৭ প্রিন্ট সংস্করণ
কবিতা-ফাগুন ভরা
লেখকঃ শিহাব অাহম্মেদ
কোথায় গেছে সে পথ
যে পথে আমি পাব তারে,
আধো আলো আর আঁধারে,
বারাই দু হাত,
আমি হাত বাড়াই তার পানে
কি জানি কি পিছু টানে,
কত কাল ধরে খুজি তারে,
দিন গেল মাস গেল,
মাঝে অনিমেষ রাত,
আমি আধাঁরে বাড়াই দু হাত।
আকাশ ভরা লাল নীল জোছনা আমার
সে ফাগুন ভরা পূর্নিমা চাঁদ।
কোথায় গেছে সে পথ
যে পথে পাব নদী,
ধীরে ধীরে আমি পূবের হওয়া
বইব নিরবধি।