• সাহিত্যে

    “ফাগুন” কলমে-শাহনেওয়াজ শাহ্

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ৫:২৫:১১ প্রিন্ট সংস্করণ

    ফাগুন
    কলমে-শাহনেওয়াজ শাহ্

    ফাগুনের আগুনে পুড়ছে মন
    বিরহের আঁখি জলে ভিজেছে কাঁনন
    বেদনার আকাশ হয়েছে নীল
    মরুর বুকে উড়ে শঙ্খ চিল।

    ফাগুনের বাতাসে অশ্রু ভাসে
    বাতাসের আদ্রতায় রক্ত মিশে
    ফাগুনটা ভিষণ দস্যি মাস
    আমার ভাইয়ের শ্বাসের বিনিময়ে ভাষার চাষ।

    ফাগুনটা ভীষণ বেদনার মাস
    হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস
    ফাগুনের পথ-ঘাট রক্তে রঞ্জিত
    ভাষা শহীদদের রক্তে মাতৃভাষা অর্জিত।

    ফাগুনের মাসে নিয়ে গেলো কত প্রাণ
    ফাগুনের হাওয়া ঝরিয়ে গেল কত রক্ত
    ফাগুন আমার জন্য প্রেম ভালবাসার নয়
    ফাগুন আমার জন্য বিরহ বেদনার মাস।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ