আসিফ খন্দকার:
পুরো নাম মুদ্রা ভদ্র শ্রাবণ।পড়াশোনা করছে মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে।বসবাসও মধুপুরেই।বাবার নাম-গনেশ চন্দ্র ভদ্র,মায়ের নাম-সবিতা ভদ্র।ছোটোবেলা থেকেই নাচের প্রতি ঝোঁক তার।শ্রাবণের বড়বোন শ্রেয়া ভদ্র বলেন, "ছোট বেলা থেকেই এমনি আমাদের সামনে নেচে দেখাতো,কিন্তু ছোট মানুষ হিসেবে তেমন গুরুত্ব দেইনি।তারপর দুবছরের লকডাউন,বাসায় সকলে থাকার কারণে দেখতে পারলাম,ও কোনো প্র্যাকটিস ছাড়াই রেন্ডমলি নাচ তুলে ফেলে,স্টেপগুলোও ছোট হিসেবে ভালোই হচ্ছে।
বিভিন্ন কালচারাল গ্রপে অনেককেই দেখি তাদের নাচ গান এসব আপ্লোড দিতে,তাই আমিও ওর একটি নাচ আপলোড করি।তারপর মোটামুটি ভালো সাড়া পেয়ে এই ২০২১ এর ডিসেম্বরে মুদ্রা কে একটা পেইজ খুলে দেই।মূলত দুমাসের জার্নি"সোশ্যাল মিডিয়ায় মুদ্রার নাচ ব্যাপক সাড়া ফেলেছে।অনেক মানুষের ভুয়সী প্রশংসা কুড়াচ্ছে সে।প্রাইমারি স্কুলে নাচে,গানে অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছে মুদ্রা।তার ইচ্ছে রিদি শেখের কাছে নাচ শেখার।নাচ নিয়ে অনেকদূর এগিয়ে যেতে চায় সে।দৈনিক আলোকিত ৭১ সংবাদের পক্ষ থেকে মুদ্রার জন্য রইলো শুভ কামনা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.