কবিতাঃ-প্রভু তোমাকেই চাই
লেখকঃ শিহাব আহম্মোদ
আমি তখনই থমকে দাঁড়াই
যখনই ভাবি আমি তো আসলে,
মৃত লাশ ছাড়া আর কিছুই নই!
অনন্ত চাওয়ায় সীমাহীন আশায়
বারে বারে দুনিয়ার মোহ মায়ায়,
মনের অজান্তেই জড়িয়ে যাই।
কী অদ্ভুত এই পৃথিবীটা!
আরো বেশি অদ্ভুত মানুষগুলা!
জানি মৃত্যু ভীষণ হুংকারে ওঁৎপেতে
তারপরেও কত স্বপ্ন বুকে জিইয়ে!
চলে যেতেই হবে একরাশ অভিমানে,
দূরে বহুদূরে এই পৃথিবী ছেড়ে দূরে।
হয়তো হবেনা আর দেখা কারো সাথে
কোন এক গোধূলি লগ্নের অববাহিকায়!
যখন দিন আর রাত পরস্পর লীন হবে
সেদিন অতীত ভবিষ্যৎ বলে থাকবেনা,
বর্তমানই কালের গন্ডিতে রাজত্ব করবে
সেদিন যেনো সাথী হিসেবে প্রভুকে পাই।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.