প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ৭:০৮:৫৯ প্রিন্ট সংস্করণ
কবিতা-প্রপঞ্চের সং
লেখকঃ শিহাব অাহম্মেদ
জীবন মানে কি ?
জীবন মানেই দুঃখ নামক
যে শব্দ বাক্য আমরা উচ্চারন করি
ঠিক যেন তাই ।
এ একটা অনুভূতি মাত্র ।
যেমন অসুস্থ থাকলেই সুস্থতার কামনা
অসুখী থাকলেই সুখের প্রত্যাশা ।
প্রত্যাশার প্রান্তর ছুতে যেয়ে
আমরাই তৈরি করেছি এই
প্রপঞ্চের সং ।
জীবন মানে হাসি নয় ,
ভোগ বা বিলাসিতা নয় ,
জীবন মানেই প্রাপ্তি নয় ।
জীবন মানেই অজানাকে খোজা ।
জীবন মানে শূনে একটি ঘর ,
একটি ধুলি কনা অথবা বৃক্ষ পত্রের
স্বাদ আস্বাদনের প্রচেষ্টা মাত্র ।
জীবন মানে বিশ্বাসের শিকল ভেঙ্গে
বাস্তবতা নিরিখ করা ।
জীবন বোধ মানে একজন মানুষকে
প্রবল সাধনা করা ।