• শুভেচ্ছা বার্তা

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কলেজ ছাত্রলীগের আনন্দ র‌্যালি

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ৮:০২:৩৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহআলম-ক্রাইম রিপোর্টার:

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে নজিপুর সরকারি কলেজ ক্যাম্পাসে আনন্দ র‌্যালি করেছে কলেজ শাখা ছাত্রলীগ। পাশাপাশি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বুধবার কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া ও মোনাজাত করা হয়।

    বুধবার সকাল ১১ টায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম রেজার নেতৃত্বে কলেজ চত্বর থেকে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    সমাবেশে শাখা ছাত্রলীগ সভাপতি মো. আল আমিন সবুজ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত। তার নেতৃত্বে দেশ উন্নয়নের উচ্চ সোপানে পৌঁছে যাচ্ছে। তার জন্য নজিপুর সরকারি কলেজ ছাত্রলীগ সব সময় নিবেদিত ছিলো, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমরা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করি।

    আনন্দ র‌্যালি শেষে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কেক কাটা হয়। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ