• Uncategorized

    প্রত‍্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ সংগঠনের  উদ্যোগে বন‍্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২০ , ২:২২:৩৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহাদত হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সম্প্রতি দেশের অন্যান্য অঞ্চলের মতো সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। যমুনা তীরবর্তী এ জনপদে প্রতি বছরই বন্যা হানা দিলেও এ বছর এর ব্যাপকতা বেশ প্রকট আকার ধারণ করে। সিরাজগঞ্জের নিন্মঞ্চলে বিশেষত বেলকুচি এলাকার বন্যা পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহতার দিকে যাচ্ছে ।  এমন পরিস্থিতিতে  অসহায়  হয়ে  পরেছে অনেক  হতদরিদ্র  পরিবার।  ঠিক এমনি পরিস্থিতি মোকাবেলায়  “প্রত‍্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ” (PBDS)  রক্তদান মানব সেবামূলক  অসহায় বানভাসিদের পাশে দাঁড়িয়েছে। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বানভাসিদের পাশে দাঁড়িয়েছে প্রত‍্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ (PBDS)।

    আজ বৃহস্পতিবার  (৩০ জুলাই)   সিরাজগঞ্জে বেলকুচি গরুর হাট চর ও কামারখন্দ  প্রত‍্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জের উদ্যোগে ৩০ টি অসহায়  হওয়া পরিবারের মাঝে শুকনো খাবার ও ঈদ সামগ্রী  বানভাসি মানুষের হাতে তুলে দেন।

    এ সময় সেবামূলক সংগঠনের  একজন পরিশ্রমী যুদ্ধা মোঃ কুদ্দুস খাঁন জানান, আমাদের প্রত‍্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ (PBDS)  এই কাজ  অব‍্যাহত থাকবে ইনশাআল্লাহ।

    তিনি আরো জানান আমাদের  সংগঠেন সেচ্ছাসেবীরা মিলেই  উদ্যোগ  নেওয়া হয়েছে।

    যারা টাকা  শ্রম বুদ্ধি ও সময়  দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।

    এদিকে প্রত‍্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ(PBDS) সংগঠনের সদস্যরা বলেছেন, আমরা শুধু রক্ত নিয়ে নয়, যতটুকু পারি অসহায় ছিন্নমূল‍্য মানুষের পাশে দাঁড়াবো সবসময়।

    জয় হোক মানবতার  জয় হোক সকল সেচ্ছাসেবীর।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ