• Uncategorized

    প্রতারনা মামলার পলাতক আসামী কালুখালীর মজিবুর রহমান মেছো গ্রেপ্তার 

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ১২:০০:৪১ প্রিন্ট সংস্করণ

    জইমন ইসলাম-রাজবাড়ী প্রতিনিধি:

    রাজবাড়ী জেলার কালুখালীতে পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মজিবুর রহমান মেছো গ্রেফতার হয়েছে।

    বৃহস্পতিবার রাতে কালুখালী থানা পুলিশ গোয়ালন্দ ঘাট থানার প্রতারনা মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী কালুখালীর মদাপুর ইউনিয়নের মজিবুর রহমান মেছোকে গ্রেফতার করেছেন।

    কালুখালী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, তার নিদের্শনায় এসআই মনোয়ার হোসেন ও এএসআই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মদাপুর সরদারপাড়া এলাকা হইতে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। মেছো ১৯৮৮ সালে শ্রীপুর থানা লুটের সক্রিয় সদস্য চরমপন্থী দলের আত্মসর্ম্পণকারী সদস্য।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ