প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২২ , ৫:২১:৪১ প্রিন্ট সংস্করণ
২৩.০২.২২ ইং তারিখের দৈনিক কলম সৈনিক, আজকের সিরাজগঞ্জ,আজকের জনবানী পত্রিকার প্রথম পাতায় দুই আলীমের দন্দের জেরঃ ফুলের তোরা ছিরে পদদলিত করে ভাষা শহীদদের অসম্মান করলেন বিএনপি’র নেতা কর্মীরা, ও অনলাইন বাংলার সংবাদ, দৈনিক আলোকিত ৭১ সংবাদ সলঙ্গায় ফুলের তোড়া ছিঁড়ে পদদলিত করে ভাষা শহীদদের অসম্মান করলেন বিএনপি নেতা-কর্মীরা শিরনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।
প্রকাশিত সংবাদটিতে আমাদের বিরুদ্ধে যাহা বলা হয়েছে তাহা আদৌ সত্য নয়। ইহা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট, ভিত্তি হীন ও উদ্দেশ্য প্রনীত রাজনৈতিক প্রতিহিংসা মাত্র। কিছু কুচক্রী মহল আমাদের মান ক্ষুন্য ও আমাদের হেও প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রচার করেন। যার কোন প্রমান নেই। আমরা ওই সংবাদের তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারীঃ
০১.মোঃ আঃ আলীম শেখ
সদস্য সচিব
সলঙ্গা থানা বিএনপি
সলঙ্গা -সিরাজগঞ্জ।
০২.মোঃ আঃ আলীম সরকার
সিনিয়র যুগ্ম আহবায়ক
সলঙ্গা থানা বিএনপি
সলঙ্গা -সিরাজগঞ্জ।