প্রতিনিধি ১৯ জুলাই ২০২০ , ৬:৫৯:২৩ প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসেন তরফদার-মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের সুলতান খানসহ শায়েস্তাগঞ্জে তক্ষকসহ আটক ৩,দীপ্ত নিউজ ডটকম এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ।আমি মৌলভীবাজার সদর উপজেলার রাখা গ্রামের মৃত আনোয়ার খান এর ছেলে হাফিজ সুলতান খান আমি রাখা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালক, এর পাশাপাশি কাপড়ের পাইকারী ব্যবসা করে আসছি,করোনা বাইরাসের কারনে দীগদিন ব্যবসা বন্দ ছিলো, গত ১জুন মৌলভীবাজার হতে ঢাকা ব্যবসার জন্য যাওয়ার উদ্দেশ্যে আমি ও আমার বন্দু কারী মাসুক মিয়া কে নিয়া প্রাইভেট কার গাড়ী করে রওয়ানা হই,এবং কারী মাসুক মিয়া পরিচিত ব্যক্তি কাঠ ব্যবসায়ী উনি ও ঢাকায় যাবেন বলে যোগাযোগ করেন,,কাঠ ব্যবসায়ী মাসুক আহমদ কে তার নিজ এলাকা নবীগঞ্জ উপজেলার বুড়িনাও থেকে গাড়ীতে উঠানো হয়। কাঠ ব্যবসায়ী মাসুক কিছু পরে কার সাথে মোবাইলে কথা বলেন আমি সাদা কারে করে আসিতেছি গাড়ীতে গ্যাস কম গ্যাস নিতে হবে গ্যাস পাম্পে তোমরা থাকো,বাহুবল থানার মিরপুর কাছে গ্যাস পাম্পে গাড়ীতে গ্যাস নেওয়ার জন্য দীগকন কারেন্ট না থাকায় অপেক্ষা করতে হয়।এসময় আমি ও আমার বন্দু কারী মাসুক আহমেদ গাড়ী থেকে নামিয়া চা পান খাই,কিছু লোক আসিয়া কাঠ ব্যবসায়ী মাসুকের সাথে গাড়ীতে বসে দেখা করে,পরে হঠাৎ কাঠ ব্যবসায়ী মাসুক বলে আজকে তার ঢাকা যাওয়া হচ্ছে না,,আমিও আমার বন্দু কারী মাসুক আহমেদ নিয়া ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেই আমার ভাড়া করা কারটি অলিপুর রেল কসিং করিলে ছিবিল বেশে গাড়ীটি ছিকনাল দিয়া কার গাড়ীটি থামিয়ে তল্লাশি চালায়,তখন দেখতে পাই আমার বেগে থাকা টাকা কৌশলে মাসুক নিয়া গেছে,,আনডেছপড়া পুলিশ বার বার তল্লাশি করে পরে বলে গাড়ীতে তক্ষক পাওয়া গেছে,এবং শায়েস্তাগঞ্জ থানায় নিয়া আমি আমার বন্দু গাড়ী চালকসহ বনআইনে ৩৭/২০ মামলা রুজু করে জেল হাজতে হবিগঞ্জ কারাগারে প্রেরন করে আমি ২৮ দিন জেল হাজত কাটছি। আসল ঘটনা এই আমি নিরপরাধ আমি সড়যন্তের শিকার হইছি এতে আমার ক্ষতি হইছে।হাফিজ সুলতান খান,, পিতা মৃত আনোয়ার খান,সাং রাখা,সদর মৌলভীবাজার।
দোলোয়ার হোনেন তরফদার-মৌলবিবাজার জেলা প্রতিনিধিঃ
মোবাঃ 01715-858595