• রাজশাহী বিভাগ

    পোরশায় অসহায় দুঃস্থ্য মানুষের পাশে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ।

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২২ , ১০:৪৯:৫৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহ আলম, পোরশা :

    নওগাঁর পোরশায় উপজেলা চেয়ারম্যান তিনটি এতিমখানার ১১৬ জন এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র মারফত দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসাবে প্রাপ্ত কম্বল উপজেলার কওমি মাদ্রাসায় দেওয়া হয়। এছাড়াও পোরশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রাস্তার পাশে হওয়ায় বাসা হতে অফিস যাতায়াত কালে বহির্বিভাগ ও ভর্তি রোগীদের সার্বিক খোঁজ-খবর নেন। রোগীর সঙ্গে কুশলবিনিময় করেন জানতে চান তারা কেমন আছেন কেমন সেবা পাচ্ছেন। এই খোঁজ খবরে রোগীরা সন্তুষ্ট এবং খুশি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান বিশেষ করে চলমান করোনা মহামারির টিকাদান চলমান ও সাধারন জনগনকে উৎসাহিত করেই চলেছেন নিয়মিত ভাবে।উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বারিন্দা, ইলাম ও বড় রনাইল এতিম খানা প্রাঙ্গণে উপস্থিত হয়ে কম্বলগুলি বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা মাটি ও মানুষের নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।এসময় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ