• অর্থনীতি

    পোরশায় বিদ্যুৎ বিল বাঁকি থাকায় আদিবাসী যুবককে জেল হাজতে প্রেরণ

      প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ৩:০৯:২৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহ আলম-ক্রাইম রিপোর্টার:

    নওগাঁর পোরশায় ৬১ হাজার ৪৬০ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিভাগের মামলায় শাওনা উরাও (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। শাওনা উপজেলার বড়গ্রাম বাজিনা পুকুর গ্রামের মহাদেব উরাও এর ছেলে। পল্লী বিদ্যুৎ পোরশা জোনের এজিএম (ও এন্ড এম) আনোয়ার হোসেন জানান, শাওনা দির্ঘ্যদিন তার বাড়ির আবাসিক মিটার দিয়ে বিভিন্ন আম বাগান ও ধানের জমিতে পানি সেচ দিয়ে আসছিল। এতে গত ২০২২সালের (মার্চ, এপ্রিল, মে) তিন মাসে তার বিল ৬১ হাজার ৪৬০ টাকা বকেয়া পড়ে। তাকে বারবার বকেয়া পরিশোধের জন্য নোটিশ প্রদান করা হলেও সে তার বকেয়া বিল পরিশোধ করেনি। এ কারনে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে পল্লীবিদ্যুৎ পোরশা জোন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ঢাকা বিদ্যুৎ কোর্টে মামলা করে (যার নং-সিআর-৩২৯/২৩)। পরে কোর্ট থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হলে পোরশা থানা পুলিশ তাকে শুক্রবার তার নিজ বাড়ি থেকে আটক করেন বলে তিনি জানান। থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বিদ্যুৎ বিভাগের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এ কারনে তাকে আটক করে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ