মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক-মহেশখালী প্রতিনিধি:
আজ রবিবার ১২/১১/২১ ইং সকাল ৬.৫০ মিনটের সময় পেকুয়া সদর থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে।পেকুয়া থানাধীন সদর ইউপিস্থ নুইন্যা-মুইন্যা ব্রিজের উপর হতে গ্রেফতার হওয়া
১.আসামি ওমর ফারুক ২৯ পিতা সুলতান আহমদ ২.শহিদুল ইসলাম (২৯) পিতা মৃত নবী হোসেন ।জয়নাল আবেদিন (৪৮) পিতা আলী আহাম্মদ। ৪ রিদুয়ানুল করিম (২২) পিতা মাহাবুব আলম ৫। সজিব পিতা আব্দু সবুর ৬। মোঃ রাজু পিতা আব্দু
সবুর ৭। ডাবলু চৌধুরী (৪১) পিতা মৃত সাধন চৌধুরী সর্ব সাং সুন্নিয়া পাড়র সুখছড়ি আমিরাবাদ লোহাগাড়া। জেলা চট্টগ্রাম তাদের হেফাজত হতে উদ্ধার কৃত মালা মাল হচ্ছে। (৫০০০০ ইয়াবা একটি প্রাইভেট কার সহ) স্থানীয় উপস্থিতি জনগন ও সাক্ষীদের সামনে থেকে জব্দ করা হয়।
গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনিয় আইনা নুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন পেকুয়া সদর থানার অফিসার ইনচার্জ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.