প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৮:৩৭:৫২ প্রিন্ট সংস্করণ
মোঃ এনামুল কবীর এনাম প্রতিনিধি বদলগাছী উপজেলা নওগাঁ।
আগামী ২৯ আগষ্ট এ ই দিনে কারবালার ময়দানে ভয়াবহ ইতিহাস স্বাক্ষী। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের প্রদীপ ও হ্নদয়ের ভাল বাসার ফুল ইমাম হাসান ও হোসাইন।
তত্কালীন দামেশকের অধীপতী নারী লোভী বেঈমান বাদশা এজিদ নবীজির আদর্শ ও বংশ কে নিস্ফল করার লক্ষ্যে বড় নাতী ইমাম হাসান কে বিষ প্রয়োগে হত্যা করেছিল, ।ছোট নাতী ইমাম হোসাইন কে একফোঁটা পানির জন্য কারবালার ময়দানে এজিদ সেনা সিমার , সেনা পতি , মন্ত্রী এজিদ সেনারা নির্মম ভাবে গলা কেটে হত্যা করেছিল ।আর সেই দিন পশু পাখি, গাছ পালা,লতা পাতা, এমন কি সমুদ্রের মাছ গুলো হায় হোসেন ,হায় হোসেন বলে কন্ঠ শুকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে ছিল।
আর সেই দিন টি কে স্বরন করে উপজেলার ঊঐতিহাসিক পাহাড়পুর ে বুড়িগনজ নাট্য গুষ্টির উদ্দ্যেগে ,ইমাম হাসানের চরিত্রে অভিনয় করেছেন দৈনিক আলোকিত ৭১সংবাদের সাংবাদিক মোঃ এনামুল কবীর এনাম,ইমাম হোসাইনের চরিত্র তুলে ধরেন ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মাসুদ পারভেজ রানা। বাদশা এজিদের চরিত্রে আঃ মতিন,মুন্ত্রীত্বের , মিন্টু, সিমার, দুলাল হোসেন, সেনা পতি তোতা, পরিচালনা করেছেন আওয়ামী লীগের নেতা মিনহাজুল ইসলাম মিনা।
রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।
শহীদ হল ইমাম হোসাইন নবীর জানের জান।
হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।
দুধের শিশু আলি আজগরে , পানি চাইল মায়ের কাছেতে, পানি পানি করে সে যে দিয়ে গেল প্রাণ।
হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।
এজিদ সেনা সিমার এসে হোসাইনের বুকে বসে,ছুড়ি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ।
ঊহায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।
শত তীরের আঘাত শহিয়া , কান্দে হোসেন মা বলিয়া, নানা তুমি কোথায় আছো সহে না আর প্রাণ।
হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।
ঊমা ফাতেমার নয়ন মনি,কারবালাতে শহীদ তিনি,শীড় কাটিয়া লয় হে নানা জান।
হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।হোসাইনের পাগল যারা এই মাহফিলে আসবে তারা,মাপ করিয়া দাও হে খোদা,ওহে মেহের বান।হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।