• সাহিত্যে

    “পৃথিবীর ছাড়পত্র” কবি শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৫:৩৬:১৪ প্রিন্ট সংস্করণ

    “পৃথিবীর ছাড়পত্র”
    কবি শিহাব আহম্মেদ

    কালের ঘোড়া ঘন্টা বাজায়,
    কখন থামবে এই সংসারের নিরবতা।
    গন্তব্যের আগেই কেনো যেনো থামা,
    বিস্ময়ে হতবাক ভাবছি মনের মানা ।

    জমাট বুকে কেনো এত ঘন ঘন শ্বাস,
    পাঁজরে কেনো উথাল পাতাল রাশ!
    সন্ধ্যা যেথা আনছে আধাঁর বেয়ে,
    ছন্দ তোলে শিরা উপশিরা গান গেয়ে।

    বাঁধা পড়ে আছি কর্তব্যের গোরে,
    কেনো যেতে হবে শেষ নিদ্রার ডোরে।
    মোহিনী মায়ায় বেধেঁছি যে হৃদয়,
    তাই তো সবাই পৃথিবী ছাড়তে ডরায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ