প্রতিনিধি ২৫ মার্চ ২০২১ , ৪:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব জাকারিয়া সাহেব এর উদ্দেগ্যে করোনা বাইরাস এর দিত্বীয় দাপের মহামারি থেকে সাধারণ মানুষের মাজে মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলায় পুলিশ প্রশাসন মাস্ক বিতরন ও জনগন কে সচেতন করতে মাস্ক পড়িয়ে দেন,এবং মৌলভীবাজার জেলায় পুলিশ প্রশাসনের প্রতিটি গাড়ীতে বেনার দিয়ে সাধারণ মানুষের মাজে মাস্ক দিচ্ছেন,আজ বিকাল বেলা তারি ধারাবাহিকতায় মৌলভীবাজার সরকারি কলেজের সামনে এই মাস্ক বিতরন এ সময় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি দেলোয়ার হোসেন তরফদার কে মাস্ক মুখে তুলে দেন।এই করোনা বাইরাস দিত্বীয় ধাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তাই সরকার পুলিশ প্রশাসনের মাধ্যমে মাস্ক তুলে দিচ্ছেন।