• খুলনা বিভাগ

    পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য চেয়ার সংরক্ষণ

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ১০:০২:৫২ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    আজ (০৪ সেপ্টেম্বর) ২০২৩ খ্রি.পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি চেয়ার সংরক্ষণ করা হয় এবং প্রতিটি থানায় তাদের জন্য সংরক্ষিত চেয়ার হস্তান্তর করেন পুলিশ সুপার (মোসা.সাদিরা খাতুন) পুলিশ সুপার মোসা.সাদিরা খাতুন বলেন, নড়াইল জেলা পুলিশ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। জাতির বীর সন্তানদের সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা যে চেতনা নিয়ে আমাদের এই দেশ স্বাধীন করেছিলেন তাদের সম্মান দেখানোর মাধ্যমে আমরা সেই চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। থানায় যে সব লোকজন ও সেবা প্রত্যাশী আসবেন তারা পুলিশ পরিসেবার পাশাপাশি এই চেয়ারটা দেখে অনুপ্রাণিত হবে বীর সন্তানদের কিভাবে সম্মান দেখাতে হয়। শ্রদ্ধা থেকে, সম্মান থেকে এই কাজটা আমরা করতে চেয়েছি। এটা তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

    বীর মুক্তিযোদ্ধারা বলেন, নড়াইল জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয় একটি ব্যতিক্রমধর্মী এবং প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। যেটা স্বাধীনতার ৫২ বছর পরে এসে পেলাম। বীর মুক্তিযোদ্ধাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়সহ ০৪ টি থানায় বসার জন্য চেয়ার সংরক্ষণ করা হয়েছে। এটি শুধু চেয়ার নয় বা বসার একটি ব্যবস্থা নয়, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য এই আয়োজন বা ব্যবস্থা। আমরা মুক্তিযোদ্ধারা এই উদ্যোগকে স্বাগত জানাই। এটি সারা দেশের জন্য একটি বার্তা হবে বলে মনে করি। এ সময় বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা এস বি এম সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এ বাকি, বীর মুক্তিযোদ্ধা মো.তবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আলমগীর সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়া মো.তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ