প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৭:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২১, ১:৫০ অপরাহ্ণ
পুলিশে চাকুরী দেওয়ার নামে টাকা লেনদেন প্রতারক গ্রেপ্তার
শাকিল হোসেন-স্টাফ রিপোর্টার:
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই পরীক্ষা চলাকালে চাকরি দেবে এর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় প্রতারক হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২ ঘটিকায় সময় নওগাঁ সদর উপজেলার চক পাথুরিয়া পুলিশ লাইন্সের ০২ নং গেট এর উত্তর পাশে তছলিমের লেদের সামনে পুলিশ লাইনসে পুলিশ কনস্টেবল নিয়োগ এর ভর্তি করানোর জন্য ৫০ হাজার লেনদেন করা কালে মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার অন্য সহযোগী ও টাকা প্রদানকারী নিয়োগপ্রার্থী সুকৌশলে জনতার ভিরের মাঝে পালিয়ে যায়।
আটককৃত প্রতারক হলেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গগনপুর পূর্ব পাড়া গ্রামের, মৃত বারিক মন্ডল এর পুত্র মোহাম্মদ হাসান (৪৮)।
সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি কে এম শামসুদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.