প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ৪:২১:৩৮ প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আসাদ-বকশীগঞ্জ প্রতিনিধি:
সামাজিক অপরাধ দমন ছোট ছোট সমস্যা খুব সহজে সমাধান এবং পুলিশি সেবা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পুলিশের আইজিপির নির্দেশে জেলা পুলিশের সহযোগিতায় এবং বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে জামালপুর জেলা-বকশীগঞ্জ থানা নিলাক্ষিয়া ইউনিয়নে ১৭ আগস্ট সমবার বিকালে ৬নং বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়। নিলাক্ষিয়া চৌরাস্তা মোড়ে বিট পুলিশিং উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বিট পুলিশিং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসএই আলমগীর হোসেন নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম খোকা উপজেলা আওয়ামীলীগ সদস্য নজরুল ইসলাম।ইউপি সদস্য মোশাররফ প্রমুখ
আলোচনা সভায় বকশীগঞ্জ থানার ওসি বলেন বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশি সেবা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। তিনি আরও বলেন আমি যতো দিন বকশীগঞ্জ থানায় দায়িত্বে আছি ততো দিন কোন প্রকার মাদক জুয়া বাল্যবিবাহ হতে দিব না।