• Uncategorized

    পুলিশের ঈদ-আলোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ১১ মে ২০২১ , ৪:৫১:০৬ প্রিন্ট সংস্করণ

    প্রতি বছর ঈদের আগে আপনারা যখন বাড়ীর দিকে ছুটে যান শিকড়ের টানে আমরা তখন রাস্তায়, অথবা আপনার এলাকায় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দিনরাত কাজ করে যাই আপনাদের ঈদকে নিরাপদ করতে। পরিবারসহ ঈদ করার সূযোাগ হয়না আমাদের অধিকাংশেরই। যদিও চাকরীর বাস্তবতায় আমরা এতে অভ্যস্ত হয়ে পরি। এরই মাঝে প্রতি বছর আমাদের অনেক সদস্য মৃত্যুবরন করেন সরকারী দায়িত্ব পালন করতে গিয়ে। তাদের পরিবারের সদস্যরা আর অপেক্ষায় থাকেনা পরিবারের পুলিশ সদস্যটির ছুটির জন্য। ঈদ তাদের কাছে আসে দীর্ঘশ্বাস নিয়ে। এই সকল সহকর্মীদের পরিবারের সদস্যরা আমাদেরই স্বজন।

    এই ঈদে বাংলাদেশ পুলিশের মান্যবর আইজিপি ডক্টর বেনজীর আহমেদ, বিপিএম( বার) মহোদয় সারা দেশে গত বছর কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার প্রেরন করেছেন।পাশাপাশি পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে পাবনা জেলায় স্থায়ী অধিবাসী কর্তব্যরত অবস্স্থায় মৃত্যুবরনকারী পুলিশ সদদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম।

    আজ পাবনা জেলা পুলিশ লাইনে দুপুর ১১।০০ ঘটিকায় এক অনু্ষ্ঠানে তাদের নিকট উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও ডিএসবি), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব শামীমা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) জনাব মাসুদ আলম সহ পাবনা জেলা পুলিশের সকল সা্রকেল অফিসারগন, সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জগন।পরবর্তীতে পুলিশ লাইনে কর্তব্যরত সেবা প্রদানকারী বিভিন্ন সিভিল স্টাফদেরও ঈদ উপহার প্রদান করেন পুলিশ সুপার পাবনা মহোদয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ