প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ১:৫৭:৩১ প্রিন্ট সংস্করণ
মো:রাশেদুল ইসলাম (রাশেদ) চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বাড়াতে জীবনগর উপজেলার উথলী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে ।
আজ বুধবার(২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টাই উথলী ইউনিয়ন পরিষদে জীবননগর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন ও ওপেন হাউজ ডে অনুষ্টিত হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো.আবু রাসেল।
সাংবাদিক সালাউদ্দীন কাজল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি(তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান, উথলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন,উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সা.সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ সহ জীবননগর থানা পুলিশের অন্যান্য সদস্যগন,উথলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউপি সদস্য সহ এলাকার সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।