• গণমাধ্যম

    পুত্রের সুস্থতা কামনায় দোয়া চাইলেন তরুণ সাংবাদিক

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ৩:২২:৫৩ প্রিন্ট সংস্করণ

    মাজহারুল ইসলাম শাওন-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন রাশেদ তার পুত্রের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।তরুণ সাহসী মেধাবী সাংবাদিক ইসমাইল হোসেন রাশেদ গত ০৬-ফেব্রুয়ারী-২০২০ ইং সালে বিবাহিত জীবনে আবদ্ধ হয় এবং ১৮-জুন- ২০২১ সালে তাহাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন (নাইমুল হোসাইন নীল) হটাৎ গত ২০ ফেব্রুয়ারী ২০২২ থেকে শিশু নাইমুল হোসাইন নীল ডায়রিয়ায় আক্রান্ত হন এবং বাসায় চিকিৎসারত অবস্থায় সাস্থের অবনতি হলে ২৪- ফেব্রুয়ার-২০২২ইং ৬৮,সাহেদ তাজউদ্দীন আহমেদ সরনী,মহাখালী, ঢাকা-১২১২ icddr,b (কলেরা) হাসপাতালে ভর্তি করেন সাস্থের উন্নতি হলে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান। হটাৎ আবারো ডায়রিয়া জনিত কারনে ২৭- ফেব্রুয়ারী-২০২২ ইং ফের হাসপাতালে ভর্তি করেন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ