মোঃ মহসিন মীর-বাউফল প্রতিনিধি:
পুত্র ও পুত্রবধূর নির্যাতনের শিকার হয়ে ক্ষোভে-দুঃখে বিষপান করে আত্মহত্মা করেছেন চুনা রানী (৫৫)। বুধবার (৫ জুলাই) দিবাগত রাত ১টায় পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মধবপুর গ্রামের মাখম সাজ্জাল বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল যান। মৃতের স্বামী মাখম সাজ্জালের অভিযোগ, তিনি ও তার স্ত্রী চুরা রানী (৬৫), ছেলে মাধব সাজ্জাল ও নাতি মাধবী সাজ্জাল একই ঘরে আলাদা বসবাস করেন। ঘরের মধ্যে পার্টিশন করা। ঘটনার দিন রাত ৮টার দিকে চুরা রানী তার পুত্রবধূর কাছে কিছু চাল ও ডাল চান রান্না করে খাওয়ার জন্য। কিন্তু পুত্রবধূ চাল-ডাল দিতে রাজি না হওয়ায় এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া চলাকালে ছেলে মাধব সাজ্জাল এসে মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হন।
একপর্যায়ে ছেলে ও পুত্রবধূ মিলে চুরা রানীকে মারধর করে। তিনি ওই সময় ঝগড়া থামানোর চেষ্টা করে ব্যর্থ হন এবং তাকেও মারধর করা হয়। রাত ১০টা-সাড়ে ১০ টা পর্যন্ত এ ঝগড়া চলে। এরপর মাখম সাজ্জাল তার স্ত্রী চুরা রানীকে নিয়ে ঘরে চলে যান। রাত ১টার দিকে ক্ষোভে দুঃখে চুনা রানী বিষপান করেন। রাত ৩টার দিকে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোয়েব বলেন, ‘চুরা রানীকে হাসপাতালে নিয়ে আসার পর ইসিসি করে দেখি তিনি মৃত। এ সময় তার মুখ থেকে গন্ধ আসছিল। ধারণা করা হচ্ছে তিনি বিষপান করতে পারেন।’
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.