• শিক্ষা

    পুটিয়া সিসিডিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসইপি প্রকল্পের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

      প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২২ , ১১:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ

    দাউদকান্দি কুমিল্লাঃ

    কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পুটিয়া সিসিডিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছনতা অভিযান। আজ (বুধবার ৩০ শে নভেম্বর ২০২২) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তার ধারনা প্রদানের লক্ষ্যে এমন আয়োজন করে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)র সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্প। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের বিদ্যালয় এর প্রাঙ্গণ ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ও নির্ধারিত স্থানে তা ফেলেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিজানের পূর্বে বিদ্যালয়টির সহঃ শিক্ষক মোসাঃ সাবিনা আক্তার এর সভাপতিত্বে শ্রেণীকক্ষে সংক্ষিপ্ত আলোচনায় সকল শিশু শিক্ষার্থীকে প্রাঞ্জল ভাষায় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সিসিডিএ’র এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম, রেইস প্রকল্পের সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম ও এসইপি পরিবেশ কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম প্রমুখ। আলোচনার পর সকল শিক্ষার্থী হাতে গ্লাভস পরিধান করে সমবেত হয়ে বিদ্যালয়ের আঙ্গিনার প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন খাবারের প্যাকেটের মোড়ক ইত্যাদি পরিষ্কার করে ঝুড়িতে রাখে ও পরে তা নির্ধারিত স্থানে ফেলে। এমন আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থীরা বেশ খুশি হয় এবং আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করে। এসময় তাঁরা সমস্বরে একসাথে বলে- ‘আমাদের স্কুল, আমরা পরিষ্কার রাখি’। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নূরুন নবী রাসেল, টেকনিক্যাল অফিসার ইমরান শেখ, ফাইন্যান্স ও প্রোকিউরমেন্ট অফিসার মোঃ নাজমুল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি ও সিসিডিএর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সিসিডিএ-এসইপি প্রকল্পের আদমপুর পরিবেশ ক্লাবের আয়োজনে পরিবেশ ও সমাজ সুরক্ষায় সরকারী বিভিন্ন আয়োজনের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থার এমন উদ্যোগ সুদূর প্রসারী ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকার গণ্যমান্যব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। নিরাপদ ও পরিবেশ বান্ধব মৎস্যচাষে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পটি বৃহত্তর কুমিল্লা জেলার দাউদকান্দি, মুরাদনগর, তিতাস ও চান্দিনা এই চার উপজেলায় বাস্তবায়ন করছে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)। এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করছে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও দাতা সংস্থা বিশ্ব ব্যাংক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ