প্রতিনিধি ১৭ মে ২০২১ , ১:১২:৪২ প্রিন্ট সংস্করণ
কলিন চন্দ্র (ইতু) রায়-ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই দিন তরুণীর বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় অভিযুক্ত ৩ যুবকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন । ওই মামলায় পীরগঞ্জ থানা পুলিশ ১ যুবককে আটক করেছে।পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বীরগঞ্জ উপজেলা থেকে রাব্বিকে আটক করে থানা পুলিশ।গতকাল রবিবার (১৬ মে) দুপুর ২টা ৩০ মিনিটে রাব্বীকে কে আটক করে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মনসুরা(১৪) দুপুরের দিকে জিনিসপএ কিনতে বাড়ি হইতে একটি মুদিখানা দোকানে যায়। এ সময় আসামী ১। শামীম (১৯), ২। রাব্বি(১৯) ৩। রাকিব (২০), মনসুরাকে প্রলোভন দেখিয়ে পাশ্বেই আসামী রাব্বির বাড়ীতে নিয়ে যায়। সেখানে আসামী শামীম ও রাব্বি পালাক্রমে তরুণীকে ধর্ষন করেছে এমন অভিযোগে কিশোরীর পিতা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
আসমিরা হলেন, পীরগঞ্জের শামীম (১৯), পিতা- মকবুল, গ্রাম রঘুনাথপু টিএন্ডটি পাড়া, ২। রাব্বি(১৯) পিতা-ইলিয়াস, ৩। রাকিব (২০), পিতা- সালাম গনী, এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন,
ধর্ষণের দায়ে ২ যুবককে আটক করা হয়েছে আর একজন আসামি পলাতক রয়েছেন।