• জাতীয়

    পিরোজপুরের ৩টি আসনের ৪২০ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনি সরঞ্জাম

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৪ , ৯:২৬:১০ প্রিন্ট সংস্করণ

    তাহমিদ ফেরদাউস-পিরোজপুর জেলা প্রতিনিধি:

    পিরোজপুরের তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। আসনগুলো হলো, পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিপুর ও ইন্দুরকানী), পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া)। শনিবার বেলা ১১টায় জেলার ৭টি উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম পাঠানো শুরু হয়।

    ৩টি আসনে ১২টি রাজনৈতিক দলের ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনগুলোতে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৭৪ হাজার ৯৭২ জন। পুরুষ ভোটার ৪ লাখ ৯২ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮৭৩ জন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলার ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩০টি ঝুঁকিপূর্ণ। তবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ