প্রতিনিধি ২ জুন ২০২২ , ৯:২৬:১০ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহজাহান মিয়া-রংপুর ব্যুরো চীফঃ
পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায়, বাংলাদেশ ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গাইবান্ধা জেলার সুন্দরগন্জ উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরে ইউনিয়ন ভ্যাক্সিনেটর দের কমিটি গঠন।আলোচনা সভা এবং বিভিন্ন দাবি সমূহ নিয়ে কথা বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃফজলুল হক।
কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর এসোসিয়েশন। দাবি গুলো নিম্নরুপ ১/ইউনিয়ন ভ্যাক্সিনেটর দের বেতন ও ভাতা।২/ভলান্টিয়ার নাম পরিবর্তন করে ইউনিয়ন ভ্যাক্সিনেটর অথবা ফিল্ড ভ্যাক্সিনেটর করানোর দাবি। ৩/ইউনিয়ন পর্যায়ে স্থায়ী করণ। ৪/ভ্যাক্সিনেটর দের দক্ষতা বৃদ্ধির জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং রাজস্ব খাতের সব ভ্যাক্সিন ভ্যাক্সিনেটর ছাড়া কেউ করতে পারবে না।
এবং আগামীতে গাইবান্ধা জেলায় সফর করবেন বলে বক্তা জানিয়েছেন। উক্ত পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সুন্দরগঞ্জ উপজেলার নব নির্বাচিত সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ভ্যাক্সিনেটর এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।