• Uncategorized

    পাবনা সুজানগরের দিনমজুর বাবার একমাত্র সন্তান পানিতে ডুবে মৃত্যু।

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ১:৫০:৫১ প্রিন্ট সংস্করণ

     

    সুজানগর উপজেলা প্রতিনিধি
    শেখ রুবেল আহমেদঃ-পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামের ৮ বছরের শিশু সিয়াম পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

    পারিবারিক সূত্রে জানা যায়, আজ রবিবার (১৬ ই আগস্ট) সিয়াম দুপুরে তার সহপাঠিদের সাথে চরদুলাই ক্লাব সংলগ্ন মরহুম মাহতাব শেখের পুকুরে গোসল করতে গেলে, পুকুরে ডুব দিয়ে আর উঠে নাই। প্রায় ৩০ মিনিট অনেক খোঁজাখুজির পর এলাকাবাসী পুকুর থেকে সিয়াম এর মরদেহটি উদ্ধার করে।

    সিয়াম উক্ত গ্রামের দিন মজুর কালাম মোল্লার একমাত্র ছেলে। সে চরদুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র ছিল। সিয়ামের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ