পাবনা প্রতিনিধি:
পাবনা সুজানগর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধ ড্রেজার মেশিনের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা হবে বলে জানা জায়, তবে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত দুষ্কৃতিকারী চক্রের কাউকেই ধরা সম্ভব হয়নি, তারা টের পেয়ে পার্শ্ববর্তী চরে দ্রুত পালিয়েছে।
বুধবার (১১ আগস্ট -২৪ইং) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে নাজিরগঞ্জ নৌ পুলিশ ও সুজানগর থানা পুলিশের একটি চৌকোষ দল প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছেন।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ মুঠোফোনে আমাদের প্রতিনিধিকে জানান একটি কুচক্র সরকারের নিয়ম নীতির তক্কা না করে সাতবাড়িয়া, রায়পুর (চর চক রায়কান্ত পুর) স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি আমাদের নজরে আসলে আমাদের যৌথ অভিযানে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করতে সক্ষম হয়েছি।
ডেজার মেশিনটি নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে হস্তান্তর ও নিয়মিত মামলা দায়েরের জন্য আদেশ দেওয়া হয়েছে। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন সুজানগর উপজেলার অন্তর্গত পদ্মা নদীর অংশে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে, যাতে অবৈধভাবে কেউ যেন এক ফিট বালু উত্তোলন করতে না পারে জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.